তুমি এসেছো, ভালবাসা দিয়েছো
কষ্টগুলো মুছে দিয়ে প্রেমের আবেগ এনেছো।
হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছো
আমার মনটাকে ভালবাসায় ভরিয়েছো।
অতীত জীবনের ব্যর্থতাগুলো যখন কাঁদায় শুধু আমায়
ঠিক তখনই আলোকবর্তিকার মতো আমি পেলাম তোমায়।
অতীতের সব কষ্টগুলো ধুয়ে-মুছে আজ একাকার
তোমার আগমনে স্বপ্নেরা মনে বাসা বেঁধেছে আবার।
জানিনা, বিধির কোন ঈশারায় তুমি এসেছো এই মনে
মনের আকাশে স্বপ্ন আবার উঁকি দিয়েছে শুভক্ষণে।
কখনও ভাবিনি ভাঙা মন জোড়া লাগতে পারে
ভাঙা মনেই হয়তো চলে যেতাম পৃথিবী ছেড়ে ওপারে।
ভাবনাগুলো থমকে গেছে আজ তোমার প্রেমের স্পর্শে
এমন প্রেম হয়তো আসে কয়েক জনমে কিংবা শতবর্ষে।
মুছে যায় সব বেদনার কালো ছাপ
দূর হয়ে যায় না পাওয়ার সেই অভিশাপ।
জানি, আজ তুমি আছো আমারই পাশে
করুণায় নয় শুধু আমাকেই গভীর ভালবেসে।

কষ্টানলে পুড়ে পুড়ে যখন অন্তর হয়ে যাচ্ছিলো ছাই
তুমি আসাতেই এখন যেন বাঁচার স্বপ্ন ফিরে পাই।
তুমি হৈমন্তী নও, নও লাইলী, নও শিরী, নও বনলতা
তুমি নতুন কাব্যে নতুন ছন্দে আমার মনেরই ব্যাকুলতা।
যেই চোখ আমার স্বপ্ন দেখা গিয়েছিল ভুলে
সেই চোখ আজ স্বপ্ন দেখে তোমায় দেখবে বলে।
ভুলে গিয়েছিলাম ছন্দ আমি ভুলে গিয়েছিলাম সব সুর
তুমি এসে সেই কন্ঠে আবার সুর ফেরালে সুমধুর।
একাকী জীবনে আশার প্রদীপ আমার গিয়েছিল যে নিভে
তুমি এসেই প্রদীপ জ্বালালে যেমনই ছিলো পূর্বে।
স্বপ্নেরা ছেড়েছিল মনের কুঁড়েঘর যা ছিল ঘুমের ঘোরে
হতাশা গভীরে নিমজ্জিত আমি উঠতাম না রোজ ভোরে।
সভ্যতার বিসর্জন হয়েছিল জীবনে হারিয়েছিলাম মনুষ্যত্ব
তুমি এসেই ফেরালে আমায় বোঝালে প্রেমের মহত্ব।
কষ্ট ভোলাতে আসলেই যখন আর যেওনা গো চলে
থাকবো না আমি নিজেরই মাঝে তুমি হারিয়ে গেলে।
মেহেদী রঙে হাত রাঙিয়ে তুমি আসবে বাসর ঘরে
আমি সেদিন হতেই সারাটি জীবন রাখব বুকে ধরে।