আমার ঘরে প্রদীপ জ্বলে দূর করে সব কালো
সারাঘরে তুমি জ্বালিয়ে দিলে গভীর প্রেমের আলো।
মেহেদীর রঙে হাত রাঙিয়ে যেদিন এসেছিলে এই ঘরে
সেদিন হতে মুগ্ধ চোখে তোমায় দেখছি প্রাণভরে।
ভাবিনি কখনো স্বপ্ন আমার সত্যি হয়ে যাবে
তুমি আমায় আপন করে কাছে টেনে নেবে।
আমার স্বপ্নটাকে সত্যি করে এখন তুমি আমার ঘরে
যা ভাবিনি তাই পেয়েছি আমি নিজের মতো করে।
পুরনো দিনের বেদনা ভরা অশ্রুসিক্ত নয়নের জল
সব ভুলেছি তোমার ছোঁয়ায় চোখে আনন্দ অশ্রু ঝলমল।
রোজ সকালে নিদ্রা ভেঙে দেখি তোমার ঐ সোনামুখ
এমন ভালবাসা পেয়ে জীবনে আনন্দে ভরে গেছে বুক।
এই জীবনটাকে গুছিয়ে দিলে আবেগী ভালবাসার ছোঁয়া দিয়ে
দুষ্টু চোখের মিষ্টি চাহনিতে দিলে তুমি আমার মন রাঙিয়ে।
নতুন করে জীবন গড়ে বাঁচার স্বপ্ন হলো পূরণ
তুমি এসে ভালবেসে সাজিয়ে দিলে আমার জীবন।

নতুন জীবনের নতুন ছন্দে নতুন সুরে নতুন গানে
তোমায় পেয়ে প্রেম সাগরে জোয়ার এসেছে আমার প্রাণে।
সেই প্রেম সাগরে ডুব দিয়েছি কাটবো ডুব সাঁতার
তোমার সাথে জলকেলি করে হবো জলে মিশে একাকার।
সেই জলকলিতে করবো খেলা বসাবো আমি প্রেমের মেলা
মনের মানুষ এসেছো জীবনে ঘর বেঁধেছো আমার মনে।
লাল বেনারসীতে অপরূপ সাঁজে তুমি এসেছিলে বাসর ঘরে
খুব সহজেই মানিয়ে নিয়ে কাছে টেনেছো আপন করে।
তোমার হাতের এক কাপ চা অল্প চিনি কড়া লিকার
চুমুকেই আসে সজীবতা মনে, শুরু হয়নি দিন এভাবে আমার।
তোমায় পেয়ে আমার মনে যেন স্বর্গের ছায়া এলো
হতাশার সব অভিশাপের দল আজ কোথায় হারিয়ে গেল।
তুমি স্বর্গ হতে আসা এক প্রেমেরই পরী
আমি তোমায় পেয়ে ধন্য হলাম ওগো চিরসুন্দরী।
এভাবেই থেকো গো আমার পাশে সাজানো বাগানের ফুল হয়ে
তোমার আমার প্রেমের খেলায় সময় গুলো যাক বয়ে।